সাংসদ প্রসুন বন্দ‍্যোপাধ‍্যায় এর উদ‍্যোগে স‍্যানিটাইজ করা হল বেলুড় মঠে

22nd June 2020 12:48 pm কলকাতা
সাংসদ প্রসুন বন্দ‍্যোপাধ‍্যায় এর উদ‍্যোগে স‍্যানিটাইজ করা হল বেলুড় মঠে


নিজস্ব সংবাদদাতা ( হাওড়া ) :  হাওড়ার সাংসদ প্রসূন বন্দ‍্যোপাধ্যায়ের সহযোগিতায় বেলুড় মঠের সামগ্রিক এলাকা স‍্যানিটাইজেশান করা হল। সাংসদ প্রসূন বন্দ‍্যোপাধ‍্যায়, হাওড়া পৌরনিগমের বিদায়ী পৌরবোর্ডের পৌরপিতা পল্টু বনিক, রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড়মঠের মহারাজগণ ও দমকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংসদ প্রসূন ব‍্যানার্জী নিজে হাতে  দমকল কর্মীদের সাথে বেলুড়মঠে জীবাণু নাশক স্প্রে ছড়ানোর পক্রিয়ায় হাত লাগালেন। সাংসদ প্রসূন ব‍্যানার্জী রাজ‍্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও দমকল দমকল দপ্তরের আধিকারিক ও কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান। সাংসদ প্রসূন ব‍্যানার্জী জানান বেলুড় মঠের মহারাজদের অনুরোধে দমকল কর্মকর্তাদের  সহযোগিতায় বেলুড়মঠের সামগ্রিক এলাকা স‍্যানিটাইজেশান করা হল। বেলুড়মঠ কতৃপক্ষ লকডাউনের আগে থেকেই সুন্দর ব‍্যবস্থাপনা করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বেলুড় মঠে স‍্যানিটাইজেশান করা হল এবং সকলেই এখানে নিরাপদ ও সুরক্ষিত থাকলেন।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।